কুমিল্লার কোটবাড়ি সংলগ্ন দক্ষিণ বাগমারায় জঙ্গি আস্তানায় পাওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ কাজ শুরু হয়।
আজও বাড়িটির আশপাশ এলাকায় ১৪৪ ধারা বহাল রয়েছে। চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ চলছে। দুপুর নাগাদ এ কাজ শেষ হবে বলে জানা গেছে। যে কক্ষে বোমাগুলো রয়েছে সেখানেই তা নিষ্ক্রিয় করা হচ্ছে। এর মাধ্যমে শেষ হচ্ছে স্ট্রাইক আউট নামের এ অভিযানের।
উল্লেখ্য, কুমিল্লার জঙ্গি আস্তানায় শুক্রবার বিকেলে অভিযান স্থগিত করা হয়েছিল। অভিযানে কোনো জঙ্গি পাওয়া যায়নি। তবে দুই জঙ্গির ব্যবহৃত কক্ষে দুটি পাঁচ কেজি ওজনের বোমা, চারটি গ্রেনেড এবং দুইটি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুল ইসলাম জানান, চট্টগ্রামে আটক জঙ্গিদের স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লা কোটবাড়ির গন্ধমতির দক্ষিণ বাগামারা ওই তিন তলা ভবনে অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। বাড়িটির নিচ তলার একটি কক্ষে দুই জন জঙ্গি বসবাস করছে এমন তথ্য ছিল। বুধবার বিকেলে পুলিশের এলআইসি টিম বাড়িটি শনাক্ত করে কক্ষে তালা লাগিয়ে দেয়।
বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা