মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ হয়েছে। আস্তানার ভেতরে তিন জঙ্গির মরদেহ পাওয়া গেছে।
আজ শনিবার দুপুরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বড়হাটের হোসেন কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে অভিযান সমাপ্তির কথা জানান।
তিনি বলেন, ‘যে তিন জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে।’
মনিরুল ইসলাম জানান, ‘নিহতদের মধ্যে একজন সিলেটের শিববাড়িতে আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালে সংঘটিত বিস্ফোরণের সাথে জড়িত ছিল। ওই বিস্ফোরণে র্যাব কর্মকর্তা, দুই পুলিশ সদস্য ও ছাত্রলীগ নেতাসহ ৭ জন নিহত হয়েছিলেন।’
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে পুলিশের বিশেষ ইউনিট সোয়াত। সন্ধ্যা ৭টায় মনিরুল ইসলাম রাত নেমে আসায় আলোর স্বল্পতা এবং বৈরী আবহাওয়ার কারণে অভিযান স্থগিত করেন।
আজ শনিবার সকাল পৌনে ৯টা থেকে ফের অভিযান শুরু হয়। সোয়া ১১টার দিকে অভিযান শেষ হয়।
এর আগে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে আরেকটি জঙ্গি আস্তানা শনাক্ত হয়। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রাখার পর বুধবার সেখানে ‘অপারেশন হিট ব্যাক’ নামে অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/০১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম