আগামী বছর থেকে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র ছাপিয়ে বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ রবিবার সকালে ঢাকা কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস রোধে আগামী শিক্ষাবর্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো হবে। এছাড়া পরীক্ষার দিন স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপানো হবে এবং কেন্দ্রে সরবরাহ করা হবে।
এতে প্রশ্ন ফাঁস সম্ভব হবে না বলে মনে করেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী নাহিদ।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম