মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানার বাথরুমের পাশের কক্ষে একটি পরিবারের যা যা প্রয়োজন, তার সবই ছিল। ‘অপারেশন ম্যাক্সিমাস’ পরিচালনা শেষে বাড়িটির ভেতরের চিত্র দেখা গেছে। কাউন্টার টেরোরিজম ইউনিট অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের অভিযান ও জঙ্গিদের বিস্ফোরণের কারণে সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে।
জঙ্গি আস্তানার একটি কামরায় দেখা যায়- খাট, ফাইলপত্রের তাক, প্লাস্টিকের মোড়া, চেয়ার, আলনা ও ড্রেসিং টেবিল। খাটের ওপর দুটি ও আলনার ওপর একটি ব্যাগ পড়ে আছে। এছাড়া ছিল কয়েকটি মোবাইল ফোন সেট। ওই কক্ষে ব্যবহৃত তোয়ালে ও শার্ট এবং ড্রেসিং টেবিলে দুটি বই ও একটি গ্লাস ছিল।
বড়হাটের জঙ্গি আস্তানায় বাথরুমের ভেতরের দৃশ্য
টয়লেটের পরিষ্কারের পর পাওয়া গেছে বিস্ফোরণের চিহ্ন। এ টয়লেট থেকেই দুই জঙ্গির লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বালতি, টয়লেটের কমোড, গোসলের শাওয়ার- সবকিছুই গুঁড়িয়ে গেছে।
বড়হাটের জঙ্গি আস্তানারে বেডরুম
অন্য একটি কক্ষে ছেড়া তোষক পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া পাশের রান্নাঘরের গ্যাসের চুলা ও চুলার ওপর কড়াই, পাশে তাক ও একটি মোড়া ছিল।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা