সুপ্রিম কোর্টের ওয়েবসাইট শনিবার সকাল ৯টা থেকে রাত ৯ বন্ধ পর্যন্ত বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ও অন্যান্য অনলাইন সেবা আগামী ২২ এপ্রিল (শনিবার) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যতালিকা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রদর্শন করা হচ্ছে। উচ্চ আদালতে মামলা নিস্পত্তি সংক্রান্ত তথ্য ও নিউজ এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অনলাইনে দেয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের ইতিহাস, বিভিন্ন তথ্য, সংবিধান, রুলস, কোর্ট ক্যালেন্ডার, বিভিন্ন আইন ও নজিরসহ সর্বোচ্চ আদালতে টেন্ডার, রিক্রুটমেন্ট, গেজেট, সার্কুলার, নোটিশ, রায় ও আদেশ ইত্যাদি বিষয় এখন ওয়েবসাইটে সরবরাহ করা হচ্ছে। মামলার শুনানির তথ্য সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে দেয়া হয়।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম