‘পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৭’ পাচ্ছেন ২১ নারী পুলিশ সদস্য। এসব নারী পুলিশ সদস্যদের দক্ষতা ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, এবারের অ্যাওয়ার্ড পাচ্ছেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক ফাতেমা বেগম, পুলিশ সুপার শেহেলা পারভীন, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রীপা রানী দাস, ডিএমপি খিলগাঁও জোনের সহকারী কমিশনার নাদিয়া জুঁই, র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শামীম আরা বেগম, তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের শিক্ষানবিশ সার্জেন্ট পলি আক্তার।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল আলিয়া খাঁ, সিএমপির কনস্টেবল মোছা. লতা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপনীয়) তাসমিয়াহ তাহলীল, পুলিশ স্টাফ কলেজ ঢাকা উপ-পরিচালক রওশন সাদিয়া আফরোজ, ডিএমপির গোয়েন্দা পুলিশ (উত্তর) সিনিয়র সহকারী কমিশনার নিশাত রহমান মিথুন, এসবির সহকারী পুলিশ সুপার শামসুর নাহার খানম, এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার, উইমেন সার্পোট সেন্টারের সহকারী পুলিশ সুপার সোনিয়া পারভীন, সিএমপি ভিকটেম সাপোর্ট সেন্টারের এসআই ইয়াছমিন আরা বেগম, বরগুনার এসআই জান্নাতুল ফেরদৌস, এআইজি প্রশাসন সুলতানা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) মাহফুজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রবাসী সহায়তা সেল) আসমা বেগম রিটা, এসবির এসআই মর্জিনা খাতুন।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ই জাহান