মিডিয়া ও সমাজ সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ 'দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড'স ২০১৭' পেলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। শুক্রবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের সেইন্ট এন্ড্রু’স কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার।
গণমাধ্যম ও সমাজসেবা শাখায় প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেন। আরও যারা এ পদক পেয়েছেন তারা হলেন, ঐশ্বরিয়া রায়, হেমা মালিনী, সংগীত শিল্পী ফাল্গুনী পাঠক, কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায়। এসময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন।
সায়েম সোবহান সমাজসেবা ও গণমাধ্যমে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের খেলার জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই তাকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।
উল্লেখ্য, দাদাসাহেব ফালকের প্রকৃত নাম ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। তাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়ে থাকে।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৭/হিমেল