ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটির ঠনঠনিয়া পাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সাউথ পো (South Paw)। অভিযানে কাউন্টার টেরোরিজম ইউনিটের ৩০জন ও সাত জন বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল অংশ নিচ্ছে। তাদেরকে গত রাতে ঢাকা থেকে ঘটনাস্থলে আনা হয়েছে।
ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের আব্দুল্লাহ এর বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে সন্ধ্যা ৬টা থেকে ঘিরে রাখে পুলিশ, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও এলআইসি সদস্যরা। দুর্যোগ পূর্ণ আবহাওয়া ও অনেক রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় আবার অভিযান শুরু করা হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি দিদারুল আলম গকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জানান, বাড়িটিতে বিপুল পরিমাণ বিষ্ফোরক দ্রব্য, বোমা, আগ্নেয়াস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে জঙ্গিদেরও থাকার সম্ভাবনা রয়েছে। তবে অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়দল আসার পর ভোর থেকে পুনরায় অভিযান শুরু হবে।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৭/ফারজানা