অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রতি মঙ্গলবার একনেকে চমৎকার সব প্রকল্প নিয়ে আসা হয়। কিন্তু পরে দেখা যায়- কাজ থেমে আছে, পিডি নেই, নানা সমস্যা। তৃণমূল সমাজ ও প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমাদের এগুতে হবে। সরকারের একার পক্ষে লক্ষ্য অর্জন সম্ভব নয়। আজ জাতীয় প্রেসক্লাবে ‘এসডিজি অর্জনে জাতীয় স্বেচ্ছা- পর্যালোচনা নাগরিক সমাজের দৃষ্টিভঙ্গি ও মতামত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান বলেন, এসডিজি’র আওতায় কাউকে বাদ দেওয়া যাবে না। শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে। মানবসক্ষমতা বাড়াতে হবে।
আয়োজিত সেমিনারে উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী ড. নীলুফার বানু, বাপা'র ড. আব্দুল মতিন, ডিবেটার্স ফোরামের (সিডিএফ) চেয়ারম্যান এমরানুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার