আগামীকাল রবিবার আবুধাবী জেলখানা থেকে ৫৭ বাংলাদেশিকে দেশে পাঠানো হবে। বাহরাইন হয়ে গালফ এয়ার জিএফ ৫৪৩ এর একটি ফ্লাইটে দেশে পাঠানো হবে তাদের। মূলত, এক কাপড়েই দেশে ফিরছেন ৫৭ জন এই প্রবাসী।
আবুধাবী জেলখানায় অবস্থানরত আরেক বাংলাদেশির কাছ থেকে আজ শনিবার এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই কারাবন্দি ছিলেন এসব বাংলাদেশি।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম