জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের হাতে তৈরি বোমার (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি) বিশেষজ্ঞ মুশফিক মার্টিন জেনিকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
মঙ্গলবার গভীর রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আইইডি ও রিমোট কন্ট্রোলিং ডিভাইস জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/এনায়েত করিম