২০১৭-১৮ অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাবিত হয়েছে তাতে আগামী বছর মূল্যস্ফীতি বাড়বে। এছাড়া বর্তমান কর নীতি ও ভ্যাট আইনের কারণে উৎপাদন ব্যয় বাড়বে। ফলে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচেয়ে বেশি চাপে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে সিপিডি'র আয়োজনে জাতীয় বাজেট ২০১৭-১৮ এর পর্যালোচনা শীর্ষক অনুষ্ঠানে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংস্থাটির ফেলো ড. দেবপ্রিয় বলেন, এবার বাজেটে বাস্তবতার সঙ্গে মিল নেই। রাজস্ব আয়-ব্যয়ের মধ্যে বিরাট ফারাক রয়েছে। কাজেই এ বাজেটে পরাবাস্তব বাজেট কাঠামো দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান কর নীতি ও ভ্যাট আইনের কারণে উৎপাদন ব্যয় বাড়বে। ভ্যাট যেভাবে বাড়ানো হয়েছে এতে আগামী বছর মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে। এজন্য সবচেয়ে বেশি চাপে পড়বে দেশে নিম্ন মধ্যবিত্ত শ্রেণি।
তিনি আরো বলেন, বলা হচ্ছে রাজস্ব বাড়বে ৩১ দশমিক ৮ শতাংশ, গতবার যা ছিল ১৫ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ এবার দ্বিগুণ হচ্ছে, এটা কতটা সম্ভব? বাজেটে সহজ কর আদায়যোগ্য সেবার ওপর কর বাড়ানো হয়েছে। যেমন ব্যাংক, বিমান ইত্যাদি। কিন্তু এসব খাতে কর তো আদায় হচ্ছে। কাজেই যারা কর দিচ্ছে তাদের উপর করের বোঝা না বাড়িয়ে যারা কর দেয় না, তাদের করের আওতাভুক্ত করা উচিত ছিল।
অর্থমন্ত্রণালয় ও পরিবল্পনা কমিশনকে দ্রুত বাজেট বাস্তবায়নের জন্য কাঠামোর প্রণয়ন দ্রুত করতে হবে বলে পরামর্শ দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছে বাজেটে। তবে এজন্য রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু যে অর্থায়ন বাজেটে বলা হয়েছে। যে আর্থিক কাঠামো দেওয়া হয়েছে, তা সঙ্গতিপূর্ণ নয়।
বাজেট পর্যালোচনায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ড. ফাহমিদা খাতুন, ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।
বিডি প্রতিদিন/২ জুন ২০১৭/হিমেল