ঢাকার সাভার ও লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন- মনির হোসেন (৩৫), তৌহিদুল ইসলাম (৩৩) ও কামাল হোসেন (৩২)।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইউসুফ আলী জানান, এক সপ্তাহ আগে সাভারের গেন্ডা এলাকায় একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। শনিবার গভীর রাতে সাভার ও লক্ষ্মীপুর থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা গেন্ডা এলাকার ওই আস্তানায় ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৭/আরাফাত