লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হামলায় সাতজন নিহত ও ৪৮ জন আহত হয়।
আজ রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র কাছে পাঠানো এক বিবৃতিতে নিরপরাধ ব্যক্তিদের ওপর এই বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এহেন নির্বোধের ন্যায় কাপুরুষোচিত কাজের কঠোর নিন্দা জানাচ্ছি। আমরা যুক্তরাজ্যের জনগণের প্রতি সংহতি জানাই।’
ব্রিটেনের প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি আমাদের সহমর্মিতা ও প্রার্থনা রইলো।’
বিডি প্রতিদিন/৪ জুন ২০১৭/এনায়েত করিম