২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছরের ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস ছিল না। এই দিবস ঘোষণার পেছনে ইলিয়াস কাঞ্চনের কৃতিত্ব আছে বলা যায়। উনার ( ইলিয়াস কাঞ্চন)সংগঠন নিরাপদ সড়ক চাই দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল যে নিরাপদ সড়ক দিবস থাকা উচিত। ২২ অক্টোবর ইলিয়াস কাঞ্চনের স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যান, সেজন্য তিনি ২২ অক্টোবরকে এই দিবস হিসেবে ঘোষণার দাবি করে আসছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার