প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বিগত ১০ বছরে দেশ থেকে ৫৮ লাখ ৯৮ হাজার ৫৩ জন কর্মী বিদেশ গেছে। এর মধ্যে ২০১৬ সালে বিদেশে গেছে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিতে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সোমবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নুরুল ইসলাম ওমরের (বগুড়া ৬ ) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত বিশ্বের ১৬২ দেশে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে। বিদেশে দক্ষ কর্মীদের চাহিদার কারণে কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য ৩৮ থেকে বাড়িয়ে ৭০টি প্রশিক্ষণ কেন্দ্রে উন্নীত করা হয়েছে। আরও ৯০টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এসময় তিনি আরও জানান, সম্ভাবনাময় ৫০টি দেশে কর্মী প্রেরণের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের জন্য শ্রমবাজার গবেষণা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠাকে এ কাজে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব