চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ এমভি ‘পান্তরের’ সাথে আরেক লাইটার জাহাজ ‘সিটি-২২’ সাথে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর এমভি পান্তর থেকে ১২ জন ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
রবিবার সকালে বন্দরের বহির্নোঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড কর্মকর্তা শেখ ফখরউদ্দিন বলেন, বহির্নোঙ্গরের সৈকতসংলগ্ন এলাকায় লাইটার জাহাজ এমভি পান্তরের সাথে লাইটার সিটি-২২ এর ধাক্কা লাগে। এসময় পান্তরের সামনের বাম পামের ওয়াটার লেভেলের ওপর ফেটে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড উচ্চগতির বোট মেটালশার্ক -২ ঘটনাস্থলে গিয়ে এমভি পান্তর থেকে ১২ জন ক্রুকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ক্ররা হলেন - হাসিবুর রহমান (৩০), শাহিন (২০), আলামিন খান (২৫), সাদ্দাম (২৮), হাসান সিকদার (২২), সাইফুল (২৮), মনির (৩২), নজরুল ইসলাম (৩৫), রাশেদ (৩৪), মনিরুল ইসলাম (২১), শহিদুল (৩২) ও তহিদুল শেখ (৪০)।