একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার ৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছেন প্রসিকিউশন।
সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়। আগামী ১০ জুলাই অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে।
আসামিরা হলেন মো. আব্দুস সালাম (৭৫), সুরুজ আলী ফকির (৬২), মো. জয়েনউদ্দিন (৬০), মো. আব্দুর রহিম ওরফে নুরু বিএসসি (৬৭), মো. জালাল উদ্দিন (৫৯), মো. রোস্তম আলী(৭০), শমসের ফকির (৬৬), ফজলুল হক (৫৯) ও সামসুল হক (৭০)। এদের মধ্যে প্রথম ৬ জন গ্রেফতারের পর কারাগারে এবং পরের তিনজন পলাতক।
আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে ১০১ জনকে হত্যা-গণহত্যা ও ১২ থেকে ১৩ জনকে আহত করা, একজন নারীকে ধর্ষণ, শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ, অপহরণ, আটক ও নির্যাতনের ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৭/মাহবুব