পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ঈদযাত্রা। নাড়ির টানে সবাই বাড়িতে ছুটতে শুরু করেছেন। তাই পথে পথে এখন দুর্ভোগ, ভোগান্তি। তবে রাজধানী থেকে কোনোভাবে বের হলেও উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকেই এই মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন।
এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২৪ জেলার যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল করে।
ঢাকা থেকে ঈদে ঘরমুখো মানুষের বাড়তি গাড়ির চাপ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী অতিরিক্ত যানবাহনের কারণেই এই মহাসড়কে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই দীর্ঘ যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এই মহাসড়কটি ব্যবহারকারীদের।
চালকরা জানান, এই সড়কের বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত রয়েছে। যে কারণে খুব ধীর গতিতে যানবাহন চালাতে হয়। আর এই পথেই রয়েছে সরু দুইটি সেতু। যা ঝুকিপূর্ণ। তাই দেখেশুনে চলতে হয়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের সময় বাড়তি যানবাহনের চাপের কারণেই যানবাহন ধীর গতিতে চলছে। আর রাস্তায়ও কিছুটা সমস্যা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৭/এনায়েত করিম