পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।
বিএনপির সূত্র জানায়, শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন খালেদা জিয়া। এরপর সেখান থেকে যাবেন বনানী কবরস্থানে। সেখানে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বনানীস্থ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে নিজ বাসভবনে ফিরে যাবেন তিনি।
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৭/মাহবুব