প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নাড়ির টানে বাড়ি ফিরেছেন ঢাকায় কর্মরত জনগণ। এতে রাজধানী ঢাকা হারিয়েছে তার চির চেনা রূপ। পথঘাটে নেই যানজট কিংবা লোকে-লোকারণ্য।
কোথাও নেই কোনো কোলাহল। নেই কোনো জটলা। নেই শব্দ দূষণ। যেন নিস্তব্ধতা ঘিরে রেখেছে চারদিকে। এ যেন এক অচেনা ঢাকা। যানজট আর জনপদের নগরী ঢাকা আজ এতোটাই ফাঁকা, যে অচেনা মনে হচ্ছে।
আজ ঈদের দিন (সোমবার) রাজধানী ঢাকার চিত্র এমটাই ছিল।
পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার থেকেই ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। আবার শনিবারও অফিস করে অনেকেই রাজধানী ছেড়েছেন। তাই শুক্রবার থেকে প্রায় জনশূন্য হয়ে পড়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী ঢাকা। অথচ কয়েক দিন আগেও রাজধানী ছিল মানুষের সরগরম। দিনভর লেগে থাকতো যানজট। বিপনি বিতাণগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
বাড্ডার মুদি দোকানি আব্দুল হালিম বলেন, `কাস্টমার কমে গেছে। তবে ফাঁকা ফাঁকা পরিবেশটা খারাপ লাগছে না। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা যেন ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। মানুষ জনের তেমন হৈ-হল্লা নেই।`
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৭/এনায়েত করিম