কবি, প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে করা মামলার তদন্ত করবে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার আদেশে মামলাটি আদাবর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
গত সোমবার ভোর রাতে রাজধানীর শ্যামলীর রিং রোড ১ নম্বর হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। তার ফোন থেকে মুক্তিপণের জন্য টাকা চাওয়া হয় বলে অভিযোগ ওঠে। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার আদাবর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ ও র্যাব অনুসন্ধান শুরু করে। পরে যশোর থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ করে ফরহাদ মজহারের পরিবার। ওই অভিযোগটিকেই অপহরণের মামলা হিসেবে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৫ জুলাই, ২০১৭/ফারজানা