স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফরহাদ মজহার কীভাবে গেলেন, কী নিয়ে বের হয়েছেন তার সবই আমরা খতিয়ে দেখছি। পুলিশ বাহিনী তার মুঠোফোন ট্রেকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে তাকে উদ্ধার করে। এরপর জবানবন্দি নেয়ার জন্য তাকে আদালতে নেয়া হয়। এ বিষয়ে একটি মামলা হয়েছে, মামলার তদন্ত রিপোর্ট দ্রুতই প্রকাশ করা হবে।
বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী মডেল থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আজমত উল্লা খান, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।
গাজীপুরে বয়লার বিস্ফোরণ সম্পর্কে মন্ত্রী বলেন, বয়লার বিস্ফোরণে কারা দায়ী সেটি তদন্ত করা দেখা হচ্ছে। মালিকসহ যাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা জানতে চাইব, যাদের ওপর বয়লারের দায়িত্ব ছিল তা তারা ঠিকভাবে চেক করেছে কীনা? যথাযথ রক্ষণাবেক্ষণ না হলে এ ধরনের বয়লার বিস্ফোরণ প্রায়ই ঘটতে পারে বলেও জানান মন্ত্রী।
এর আগে মন্ত্রী ফিতা কেটে ও পায়রা উড়িয়ে টঙ্গী মডেল থানার নতুন ভবন উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/০৫ জুলাই ২০১৭/আরাফাত