হলি আর্টিজান হামলার অন্যতম আসামী সোহেল মাহফুজসহ চার জেএমবি সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো হলি আর্টিজান হামলার মূল পরিকল্পনাকারী সোহেল মাহফুজ, সামরিক শাখার সহকারী প্রধান জামাল, আইসিটি শাখার প্রশিক্ষিত সদস্য হাফিজ এবং চাঁপাইনবাবগঞ্জের শিবনগরে জঙ্গি আস্তানায় নিহত রফিকুল ইসলাম আবুর ফুপাতো ভাই জুয়েল।
শুক্রবার রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার পুসকুনী এলাকার একটি আমবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। দুপুরে তাদের গণমাধ্যমের সামনে হাজির করার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/৮ জুলাই, ২০১৭/ফারজানা