মেয়র পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন তৃতীয়বারের মতো বরখাস্ত হওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান। রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
মেয়র মান্নানের আইনজীবী আবু হানিফ জানান, আজই আবেদনটির শুনানি হতে পারে।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে মেয়র পদ থেকে এমএ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় আইন অনুযায়ী এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৭/আরাফাত