গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং ভারতের খাগড়াগড়ে বোমা হামলার সন্দেহভাজন ভয়ঙ্কর জঙ্গি আবদুস সবুর ওরফে সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেল ওরফে নসরুল্লাহর (৩৩) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত শুক্রবার দিবাগত ভোররাত ২টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয় সোহেল মাহফুজকে।
রবিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির মামলা তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/৯ জুলাই, ২০১৭/ফারজানা