অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত সচিব কবীর আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় জিডি করেন। জিডি নম্বর সি-৪২২।
জিডির সেই কপিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে অ্যাটর্নি জেনারেলের কাছে ডাকযোগে একটি চিঠি আসে। সেখানে বলা হয়, তার (অ্যাটর্নি জেনারেল) সময় ফুরিয়ে আসছে। চিঠিতে অ্যাটর্নি জেনারেলকে তৈরি থাকতে বলা হয় এবং জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়।
অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি আমলে নিয়ে জিডিতে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে পুলিশকে অনুরোধ করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিডির কপি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। অ্যাটর্নি জেনারেলের প্রাণ নাশের হুমকি দিয়ে আসা চিঠির সঙ্গে জড়িতদেরকে আমরা খুঁজছি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর