রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ন্যাম ৫নং ভবনের ৫০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে শনিবার রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে অনিক আজিজ আত্মহত্যা করেন। তার লাশ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/হিমেল