বাংলাদেশ ইলেকট্রিক্যাল এ্যাসোসিয়েশনের (বিইএ) কমিটির কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করায় সংশ্লিষ্টদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত। আজ বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুলে জারি করেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
জানা গেছে, এই কমিটির কার্যক্রমরে ওপর গত বছর ২৬ জুলাই নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে সংগঠনের চেয়ারম্যান দাবিকারী খন্দকার রুহুল আমিন আপিল করলে হাইকোর্টের আদেশই বহাল থাকে। এরপরেও নিয়মিত ভাবে কমিটির কার্যক্রম চালিয়ে যাওয়ায় আদালত অবমাননার এই আবেদনটি দায়ের করেন সংগঠনের সদস্য শেখ মোহাম্মদ জাবেদ উদ্দিন। আদালতে আবেদনের পে শুনানি করেন সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবী এএম আমিন উদ্দিন ও আইনজীবী মো. নাজমুল হক।
বিডি প্রতিদিন/এ মজুমদার