আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশন যে সব সহযোগিতা চাইবে, সেই সব সহযোগিতা দেবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশনার এবং তখনকার যে সরকার থাকবে, বাংলাদেশ সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ সকল সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী যে নির্বাচনকালীন সরকারের কথা বলেছেন, সেখানে মন্ত্রী পরিষদ কমিয়ে দিবেন, কোন পলিসি ডিসিশন নেয়া হবেনা। শুধু দৈনন্দিন নির্বাহী কাজ করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি বলছে, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। কিন্তু সংবিধানের ১২৬ অনুচ্ছেদ পড়লে বুঝা যায় যে, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন যে সব সহযোগিতা নির্বাহী বিভাগ থেকে চান সে সব সহযোগিতা সরকার দিবেন।
আজ বেলা ১২ টায় সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা দায়রা জজ আদালত ভবনের সম্প্রসারিত উর্দ্ধমূখী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে আইনমন্ত্রী এসব কথা বলেন।
সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের পর বিচার বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
এসময় সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক, স্থানীয় সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মুস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা -১ আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো: আজহারুল হক, উপ-সচিব মাহবুবুল আলম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুসনুর আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল হসলাম, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড: ওসমান গনি প্রমূখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন