বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে জনগণ তার জবাব দেবে উল্লেখ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের জেল জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমি সরকারকে বলে দিতে চাই, কিছু মানুষ আছে যাদেরকে অল্প কিছুদিন ভয় দেখিয়ে চুপ রাখা যায়। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন গয়েশ্বর।
এসময় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণতন্ত্র ছাড়া একটি দেশ চলতে পারে না। সুতরাং খালেদা জিয়ার নেতৃত্ব এই দেশের জনগণের জন্য অপরিহার্য। এ কারণেই খালেদা জিয়াকে নিয়ে নিয়ন্ত্রিত আদালত কর্তৃক যদি শেখ হাসিনা তার উদ্দেশ্য চরিতার্থ করতে চান, তাহলে জনগণই তার দায়িত্ব নেবে। তার জবাব শেখ হাসিনা পাবেন।
নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা নাছির উদ্দিন হাজারী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ