জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতের রায় দেয়াকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। তাদের এই উস্কানিমূলক বক্তব্য আদালতকে হুমকি দেয়ার শামিল বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় হাছান মাহমুদ আদালত অবমাননার অপরাধে বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে ছাড়া আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার সিদ্ধান্ত আত্মঘাতী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা ফারুক।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ