রমনা থানার মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ৩১ নেতাকর্মীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার রাতে মগবাজার ওয়ারলেসের বাসা থেকে হেলালকে আটক করে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেলালসহ আসামিদের হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড চায় রমনা ও শাহবাগ থানা পুলিশ।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আসামি আজিজুল বারী হেলালসহ ৩১ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/০১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত