হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতে সড়কপথে সিলেট রওনা হয়েছেন খালেদা জিয়া। সোমবার সকাল সোয়া ৯ টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তার গাড়িবহর সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এসময় তার সফরসঙ্গি রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমূখ নেতৃবৃন্দ।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে তার এই সফরে রাজণৈতিক কোনো কর্মসূচি রাখা হয়নি। যাত্রা শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘‘ সিলেট পৌঁছে বিকালেই দেশনেত্রী সিলেটে মহান সুফী সাধক হযরত শাহ জালাল(রহ.) ও হযরত শাহ পরান(রহ.) মাজার জিয়া করবেন। তার এই সফর শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া রাজনৈতিক প্রচারনা করতে সিলেট যাচ্ছেন না। তিনি শুধুমাত্র মাজার জিয়ারত করতে যাচ্ছে। এক বছর আগে নির্বাচনী প্রচারনার কোনো সুযোগ নেই। যেখানে এখন পর্যন্ত লেভেল প্ল্যায়িং ফিল্ড সৃষ্টি করা হয়নি সেখানে নির্বাচনী প্রচারনা কিভাবে হবে?”
এসময় আমীর খসরু অভিযোগ করে আরও বলেন ‘ক্ষমতাসীন দল ও তাদের শরিকরা এককভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছে। এখনো সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা হয়নি।’
মাজার জিয়ারত শেষে রাতেই ঢাকা ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। গত ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সিলেটে গিয়ে মাজার জিয়ারত করে জনসভায় যোগ দেওয়ার মাধ্যমে প্রাক নির্বাচনী প্রচার শুরু করেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া খালেদা জিয়া সর্বশেষ সিলেট গিয়েছিলেন দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় আলিয়া মাদ্রাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন, যদিও ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোট বর্জন করে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর