দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বর্তমানে দেশে ২ হাজার ৪৮৭টি সাইক্লোন সেন্টার রয়েছে। আরও ২ হাজার ৯৭টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। তার মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন ৭৫২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে মঙ্গলবারের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মহিলা এমপি বেগম খোরশেদ আরা হকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় কাবিটা বরাদ্দ ৩৩৪ কোটি:
সরকার দলীয় সংসদ সদস্য বেগম সানজিদা খানমের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী জানান, রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার জেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কাওে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় উন্নয়ন খাতে চলতি অর্থবছরে ৩৩৪ কোটি ২৪ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের আবেদনের প্রেক্ষিতে বিশেষ বরাদ্দ প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সরকার দলীয় মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে মায়া জানান, সারা দেশের গ্রামীণ রাস্তায় ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ৮ হাজার ২১০টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে আরো ৪ হাজার ৭৮৩টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে।
বিডিপ্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান