পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্যতা ও ফেরি সংকটের কারণে দুর্ভোগ বাড়ছে। ভুক্তভোগীদের অভিযোগ, অপেক্ষার পর যাত্রীবাহী পরিবহন ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো নৌরুট পারাপার হতে পারলেও পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ে আছে ঘণ্টার পর ঘণ্টা ধরে।
আজ বিকেল সোয়া ৫টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাট মিলে ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহাকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। দুইটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে। যে কারণে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার