খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নারী ও শিশুদের প্রতি বৈষম্য ছিল। কিন্তু এখন আর নেই। এখন ঘরের মেয়েদের সমান অধিকার দেওয়া হয়। দুই-একজন বাবা থাকতে পারেন, যারা কিনা মেয়েদের সমান অধিকার দেন না। কিন্তু ওই ধারণা থেকে আমরা বের হয়ে এসেছি। মেয়েরা এখন কাজের ক্ষেত্রেও সমান অধিকার ভোগ করছে।
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনয়াতনে ‘নারী ও কন্যা শিশুদের খাদ্য পরিস্থিতি এবং খাদ্য অধিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে নারী-শিশুর বৈষম্য যেমন কমেছে ঠিক তেমনি অপুষ্টিজনিত রোগে ভোগা মানুষের সংখ্যাও হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগের পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের পাশাপাশি বর্তমান সরকার সকল বৈষম্যও কমাতে পেরেছে। যার ফল হিসেবে এখন রাস্তায় ভিক্ষুকও তেমন দেখা যায় না। আগামী ৫ বছরে নারী ও শিশুদের প্রতি বৈষম্য ১ থেকে ২ শতাংশে নেমে আসবে বলেও মন্তব্য করেছেন মন্ত্রী।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর করীম এনডিসি, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, সমন্বয়ক কানিজ ফাতেমা প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ই জাহান