আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের টিকিট নিয়ে যাতে কোন ঝামেলা পোহাতে না হয়, সেজন্য সময়মতো বিমানের টিকেট সরবরাহ করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বিমানের লাগেজ হান্ডেলিং সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া সম্প্রতি নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট প্রদানের সুপারিশ করে কমিটি ।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৫তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম. শাহ্জাহান কামাল, অধ্যাপক মো. আলী আশরাফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, সাবিহা নাহার বেগম বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে গত বছরের অভিজ্ঞতার আলোকে আগামী হজ ব্যবস্থাপনার নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। জানা যায়, ২০১৮ সালের জুলাই মাস থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লাগেজ হান্ডেলিং নিয়ে আলোচনা হয়। কমিটি সমস্যা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ইক্যুইযুপমেন্ট স্থাপনে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার