আগামী নির্বাচনের জন্য ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি ভোট চাইবো। ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার।
প্রধানমন্ত্রীর আজ সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই মর্যাদা আমাদের ধরে রাখতে হবে। এজন্য প্রয়োজন সরকারের ধারাবাহিকতা।
বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে আশাবাদ ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ দেশ গড়া এবং জনগণের ভাগ্যের উন্নয়ন। আর আমরা তা করবো বলেই আমাদের বিশ্বাস।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন