গত বছরের ১৮ মার্চ ভোরে রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা নামক স্থানে র্যাবের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা চেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেন।
উল্লেখ্য, র্যাবের নিরাপত্তা চৌকিতে সেই জঙ্গি হামলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ সময় সেখানে থাকা র্যাব সদস্যরা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। একই সঙ্গে আহত হন ২ র্যাব সদস্য।
ঘটনার রাতেই র্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক কাজী হাসানুজ্জামান নিহত ব্যক্তিসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর