প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধিক্কার জানাই বিএনপি ও খালেদা জিয়াকে, যারা ওই স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীদের হাতে তুলে দিয়েছিল এদেশের পতাকা। আজ বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ ধিক্কার জানান।
প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিলে কেউ খালি হাতে ফিরে না। বাঙালি মাতৃভাষার অধিকার পেয়েছে, স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ দেশ গড়ে তোলে, উন্নয়ন করে। কিন্তু তারা ধ্বংস করে, লুটে খায়। সন্ত্রাস, বোমা হামলা, গ্রেনেড হামলায় তারা পারদর্শী। তারা মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। আমরা সেবা করার সুযোগ পেয়েছি, জনগণের সেবা করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকাল ১১টার দিকে হেলিকপ্টারে করে চাঁদপুরে পৌঁছানোর পর উপজেলার চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন করেন। এরপর চাঁদপুর সার্কিট হাউসে বিশ্রাম গ্রহণ শেষে দুপুরের পর চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার