বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেট হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. মনিরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ডা. সাগুফা আনোয়ার 'বাংলাদেশ প্রতিদিন'কে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল ১০টার দিকে শ্বাসকষ্ট ও বুকে ব্যধা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন মির্জা ফখরুল। এ সময় তিনি অ্যাকুইট করোনারি সিনড্রোমে আক্রান্ত ছিলেন। ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার সিদ্ধান্ত নেন। এখন তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে, অসুস্থ হয়ে মির্জা ফখরুলের হাসপাতালে ভর্তির হওয়ার কথা জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, বিএনপি মহাসচিব অসুস্থতা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এবং সেখানে ভর্তি করা হয়। এখন তার বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৮/মাহবুব