অন্যায়ের কাছে মাথা নত করার জন্য খালেদা জিয়ার জন্ম হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, জিয়া পরিবার কখনও অাপোষের রাজনীতি করে নাই। অাপোষ করলে বেগম জিয়াকে জেলে থাকতে হতো না। অাপোষ করলে ১/১১-এর সময়ই বিএনপি ক্ষমতায় অাসতো।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল অায়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
শাহাজাহান বলেন, পুলিশের দায়িত্ব জানমালের নিরাপত্তা দেয়া। অার সেই পুলিশই যখন ভক্ষণকারী হোন, পুলিশ যখন নিজেই হত্যাকারী হয় তখন দেশে অাইন-শৃঙ্খলা বলতে অার কিছু থাকে না। কথা বললেই রাজনৈতিক নেতাকর্মী হত্যা, গুম! যা পাকিস্তান শাসনামলেও হয়নি।
তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, অার বর্তমান প্রধানমন্ত্রী প্রথম স্বীকৃতি স্বৈরাচার। সেও নারী। পার্থক্য শুধু একজন সম্মানিত, অারেকজন ধিকৃত।
বিএনপির এই ভাইস-চেয়ারম্যান বলেন, অাদর্শ নিয়ে যে অান্দোলন হয় সে অান্দোলন ব্যর্থ হতে পারে না। শুধু প্রয়োজন নিজেদের মধ্যে ঐক্য। অামাদের নিজেদের মধ্যে সকল দ্বিধাদ্বন্দ্ব মিটিয়ে ফেলতে হবে। ভাইয়ে ভাইয়ে মিল থাকতে হবে, তাহলে ১৮ সালের মধ্যেই এ অবৈধ সরকারের পতন হবে ইনশাল্লাহ।
ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় অারো বক্তব্য রাখেন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।
স্মরণসভা শেষে প্রয়াত ছাত্রদল নেতা নুরুল অালম নুরুসহ 'পুলিশি নির্যাতনে মৃত্যুবরণকারী' কয়েকজনের পরিবারকে অার্থিক সহায়তা করা হয়।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৮/মাহবুব