মেডিকেল বোর্ডের রিপোর্ট পাওয়ার পরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে এক সংবাদ সম্মেলনে একথা জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. শাহ আলম তালুকদার।
প্রসঙ্গত, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চার অধ্যাপককে নিয়ে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে কারা কর্তৃপক্ষ। তারা হলেন অধ্যাপক মো. সামিউজ্জামান (অর্থোপেডিক্স), মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)। তারা রবিবার প্রায় এক ঘণ্টা নাজিম উদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। সোমবার সংবাদ সম্মেলনে খালেদা জিয়া স্বাস্থ্য বিষয়ে সর্বশেষ জানানোর কথা ছিল।
ডা. শাহ আলম তালুকদার বলেন, ‘এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের বিস্তারিত প্রতিবেদন আমাদের কাছে আসেনি। রিপোর্ট আসার পর বেগম জিয়ার কি কি পরীক্ষা করতে হবে এবং তিনি কি রোগে ভুগছেন তা জানাতে পারব।'
রিপোর্টের তথ্য সরাসরি সাংবাদিকদের জানাবে না হাসপাতাল কর্তৃপক্ষ। সাংবাদিকদের উদ্দেশে ঢামেকের এই উপ-পরিচালক বলেন, ‘আমরা রিপোর্ট আসলে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আপনারা কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট জেনে নেবেন।’
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৮/মাহবুব