রাজস্ব আয় বাড়াতে এবং সম্ভাবনাময় যেসব খাত ও ব্যক্তি এখনও করের আওতার বাইরে রয়েছে, তাদের থেকে কর আদায়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।
সোমবার রাজধানীর সেগুনবাগিচা রাজস্ব ভবনের সভাকক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) নেতৃবৃন্দের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ আহ্বান জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আসন্ন বাজেট হচ্ছে বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট। তাই স্বাভাবিকভাবে এবারের বাজেট হবে ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় বাজেট। এই বাজেটের উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মেটাতে রাজস্ব আয় বাড়াতে হবে। এর জন্য যেসব খাত ও ব্যক্তি এখনও করের আওতার বাইরে রয়েছে, তাদের থেকে কর আদায়ে আমরা ব্যবসায়ীদের সহযোগিতা চাই।’
বিডি প্রতিদিন/০২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম