প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) থেকে আর এমসিকিউ থাকছে না।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃত্তির ফল প্রকাশের পর তিনি এমন তথ্য জানান।
তিনি আরো জানান, এ বছর থেকে পঞ্চম শ্রেণির (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষায় নৈব্যক্তিক প্রশ্নের পরিবর্তে সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা হবে। প্রশ্ন ফাঁসরোধ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিশেষ করে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সবার মতামত নিয়ে আগামী পরীক্ষায় এমসিকিউ বাদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ প্রাথমিক শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ই জাহান