নির্বাচনকালীন সময়ে চাইলেই নির্বাচন কমিশন (ইসি) সেনাবাহিনী মোতায়েন করতে পারবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ সময় আইন-শৃঙ্খলা বাহিনী ইসির অধীনে কাজ করবে। কিন্তু সেনাবাহিনী থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তাই চাইলেই সেনাবাহিনীকে নির্বাচনের সময় কমিশন মোতায়েন করতে পারবে না।
রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়নতনে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে, দুপুরে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিগত সংসদ নির্বাচনে যেমন সেনা মোতায়েন ছিল, আগামী সংসদ নির্বাচনেও তেমন সেনা মোতায়েন করা উচিৎ। তবে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন চাই না। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
ওবায়দুর কাদের আরও বলেন, তারা (ইসি) সরকারকে অনুরোধ করতে পারবেন। সরকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করবে। এ বিষয়ে সংবিধানে সবকিছু বলা আছে। কেউ চাইলেও সংবিধানের বাইরে যেতে পারবে না।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব