স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আর্সেনিকমুক্ত নিরাপদ পানির সুব্যবস্থা করতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের আওতায় সারাদেশে নলকূপ স্থাপনসহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১ লাখ ২১ হাজার ৭০টি নলকূপ স্থাপন করা হয়েছে। গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে ২৯ হাজার ৪৯৬টি নলকূপ স্থাপন করা হয়েছে। আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় ১ লাখ ৯২ হাজার ৯৪৫টি নলকূপ স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০তম অধিবেশনে রবিবারের বৈঠকে এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে এ তথ্য দেন।
মন্ত্রী আরো জানান, অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১ লাখ ৩২ হাজার ৫২৫টি নলকূপ স্থাপনও প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় উপদ্রুত এবং সিডর আক্রান্ত উপকূলীয় এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ৭ হাজার ৯২৪টি নলকূপ স্থাপন ও ৮৭টি পুকুর পুনঃখনন করা হয়েছে, ওয়াটার সাপ্লাই প্রোগ্রামের আওতায় ১২ হাজার ৫শ’টি নলকূপ স্থাপন করা হয়েছে।
পানির অপচয় রোধে ডিএমএ পদ্ধতি চালু করেছে ওয়াসা: এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা ওয়াসা রাজধানীর সব পানির পাইপ লাইন পরিবর্তন করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার সেবা সংস্থাগুলোর মধ্যে সর্বপ্রথম ডিএমএ (ডিটেইলড মিটারড এরিয়া) পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতি চালুর ফলে পানির অপচয় বা সিস্টেম লস শতকরা ৫ থেকে ৭ শতাংশে নেমে এসেছে। যা আগে শতকরা ৪০ শতাংশ ছিল। এডিপি অর্থায়নে শতভাগ পাইপ লাইন পরিবর্তন প্রকল্পের কাজ প্রায় শতকরা ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ চলমান রয়েছে।
প্রতিটি ইউনিয়নে ১০ জন গ্রামপুলিশ: সরকার দলীয় অপর সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের (নোয়াখালী-৩) প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৪ হাজার ৫৭২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ জন গ্রামপুলিশ রয়েছে।বর্তমানে গ্রামপুলিশের সংখ্যা ৪৫ হাজার ৭২০ জন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) জীবন মান উন্নয়নে দফদারদের বেতন ২১০০ টাকা থেকে ৩৪০০ টাকা এবং মহল্লাদের বেতন ১৯০০ টাকা থেকে ৩ হাজার টাকায় বাড়ানো হয়েছে। এছাড়া দফাদার ৬০ হাজার টাকা এবং মহল্লাদের ৫০ হাজার টাকা হারে অবসরকালীন ভাতা প্রদানের জন্য ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব