সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের উপর হামলার প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। আজ সকাল ১০টা থেকে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে।
এদিকে সড়কের এক পাশে শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোন সময় অ্যাকশনে যেতে পারে তারা। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এক ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ১২টার মধ্যে রাস্তা থেকে না সরলে আক্রমণে যেতে বাধ্য হবেন তারা।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/হিমেল