যে কোনো যুক্তি সংহত দাবি নিয়ে আন্দোলন হতে পারে, তবে তা সহিংস হওয়া সমর্থন যোগ্য নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, দাবি আদায়ের নামে নিরীহ ছাত্রদের লেলিয়ে দেওয়া হয়েছে। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেরা আন্দোলন করতে না পেরে তারা ছাত্রদের লেলিয়ে দিচ্ছে। কোটা সংস্কার সরকারের কাজ। কিন্তু এই দাবিতে ভিসির বাড়িতে হামলা অন্য অর্থ বহন করে।
তিনি বলেন, মুখোশ পরে কোনো আন্দোলন হয় না। মুখোশ পরে কেউ যদি আন্দোলন করে, তাদের ইন্ধন দাতাদের খুঁজে বের করতে হবে।
বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাদস) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, ওয়ার্কার্স পার্টিও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক অসীত বরণ রায়, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, ন্যাপের নেতা ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৮/এনায়েত করিম